রবার্ট ডাউনি জুনিয়র জীবন কাহিনী
রবার্ট ডাউনি জুনিয়র ৪ এপ্রিল১৯৬৫ সালে ইয়র্কে জন্মগ্রহণ করেন। ৮ বছর বয়স থেকে রবার্ট থেকে অভিনেত চিত্র শুরু করেন ১০ বছর বয়সে সোশ্যাল মিডিয়াতে প্রিন্স করেন।কারন তার মা বাবার বিচ্ছেদ হয়ে গেছে সে ছোট থেকে অনেক কষ্টে বড় হয় তার মা তাকে তার বাবার কাছ থেকে নিয়ে চলে এসেছিল তার মা অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করেছেন তারপর পাশাপাশি সে অভিনয় করতে শুরু করেছিলাম তার মা ছিল একজন অভিনেত্রী ছিল যা তার উপর অনেক প্রভাব পড়ে ছিলেন সালমা অনেক কষ্ট করে তাকে বড় করছিল তার মা যেখানে তার সাথে সময় দেয়ার কথা সেখানে সময় দিতে পারতো না তার কারণে সে অনেক কষ্টে দিন কাটাইতো
জীবন সমস্যা ও অভিনেতা
অভিনয়ে যুক্ত হওয়ার পর তিনি ছোটবেলা থেকেই অভিনয়ের নেশা হয়ে পড়েছিল, রাতের বেলা তিনি সবার চোখ ফাঁকি দিয়ে অভিনয় চর্চা করতে শুরু করেন।১২ বছর বয়সে অভিনয় প্রশিক্ষণ নেই তার বয়স ১৪ বছর তখন তখন তার তার মা বাবা মধ্যে বিচ্ছে দ হয়ে যায় ১৭ বছর বয়সে সোশ্যাল মিডিয়াতে প্রশিক্ষণ পাই,ধীরে ধীরে সে অভিনয়ের নায়ক হয়ে উঠলেন ১৯৮০-এর দশকে তিনি কিছু কিশোর-কেন্দ্রিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেছিলো।
অভিনেতা হওয়ার পর তিনি অনেক জায়গায় পুরস্কৃত পেয়েছেন তাকে অনেক সম্মানিত হয়েছেন,তিনি সুপারস্টার হয়ে ওঠেছেন।অবশেষে সিনেমাটিক ইউনিভার্সে 'আয়রন ম্যান' চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী খ্যাতি ও সাফল্য অর্জন করেন। সে অনেক চলচ্চিত্র সিনেমায় অনেক ভালো হলো রিলিজ পাই,সে একজন চলচ্চিত্র নায়ক হয়ে ওঠেন।২০০৮ সালে তার অভিনিত iron man মুভিটি ব্লগ মাস্টারের হিট হয়েছিল বর্তমানে তিনি হলিউডে প্রথম শ্রেণীর নায়কদের মধ্যে একজন এম এস এন নায়কদের তালিকায় একজন।
সাফল্য ক্যারিয়ার
তার সাফল্যের পিছনে ছিল অভিনেতা অভিনেতা হয়ে তার অনেক টাকা হয়েছিলো সে একজন দেশের মধ্যে কোটিপতি তার টাকার অভাব নেই তার ৫ থেকে ৬ বাড়ি আছে এবং ৮ থেকে ৯ টা গাড়ি আছে।২০১০ সালে তিনি বিয়ে করেছিলেন যুক্তরাষ্ট্র আমাগানসেটে বিশেষ জায়গায় ২০০৩ সালে সুজানের সাথে দেখা হয়েছিল সুজান রবার্ট সাথে অভিনয় করেছিলেন সুজান তেমন তাকে পছন্দ করত না সুজন অভিনয় করতে করতে তাকে অনেক ভালবেসে ছিলো তারা বিয়ে করেছেন।সে একজন সফলভাবে চলচ্চিত্র নায়ক হয়ে সফলতা অর্জন করেছেন বিশেষ করে তিনি ছোট থেকে পরিশ্রম করে অভিনয় প্রশিক্ষণ করে বলিউডের একজন নায়ক তিনি একজন বড় মাপের মানুষ হয়ে উঠেছেন নিজের দক্ষতা দিয়ে।
Post a Comment